ভুল সাইরেন বেজে ওঠে

(পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। —জীবনানন্দ দাশ আনোয়ার কামাল আশির দশক থেকে নিরলসভাবে কবিতা নিয়ে কাজ করছেন। তাঁর কবিতায় প্রেম, দ্রোহ, মাটি আর মানুষের এক ধরনের ঘ্রাণ পাওয়া যায়।ভুল সাইরেন বেজে ওঠে কাব্যের অধিকাংশ কবিতা করোনাকালীন সময়কে ধারণ করে লেখা হয়েছে। কবি নিজেও করোনায় আক্রান্ত হয়েছেন। আশা করি আলোচ্য কাব্যের ৫টি কবিতা ঘুংঘুর-এর পাঠকদের ভালো লাগবে।) ভুল সাইরেন বেজে ওঠে অবরুদ্ধ নগরীতে নীরব কান্নার রোল নিশ্চিত মৃত্যু জেন...