দুটি কবিতা ।। চিনু কবির 

বৃষ্টির দিনে

পিস্তলের মতো বৃষ্টি ফুটছে। চালাঘরে দৌড়ে এসে 
দাঁড়ালাম। জেঁকে বসা মাঠ, বৃষ্টির আলিঙ্গনে রচিত 
হচ্ছে মিউজিকরুম; এক গোয়ালিনী এসে পড়লে মনে 
হল বর্ষাকাল এসে গেছে। আঁড় চোখে তাকিয়ে দেখি 
কাঁচা ঘাসের ডগায় অনেক দুধ জমা। গোয়ালিনী 
কন্ডেন্সড মিল্ক দেখাচ্ছে। আমিও এই বৃষ্টিতাড়িত দিনে 
চোখ বুঁজে দুধ-চা খাওয়ার বাসনা করি। মুষলধারে 
বৃষ্টি নেমেছে। 

প্রথম চিরকুট 

যে ক্যামেরা বায়না ধরে আমি তাকে রোজ যাত্রাকালে 
কাঁধে নিয়ে রওনা দেই। 
ধারাবাহিক গোধূলি আলোয় কেউ সামনে এসে দাঁড়ালে
ক্যামেরা টিপে তাকে বানিয়ে ফেলি। 
ধূলো উড়িয়ে দেখে নেই বাতাসের গতি, আজকাল ঘুড়ি 
ওড়াতে আকাশও ভেংচি কাটে। 
একদিন দেখা হয়ে যায় জেলখানা রোডে, ঘেমে যাওয়া 
হাতের ভেতর ভিজে যাচ্ছে তোমার দেয়া প্রথম চিরকুট।


চিনু কবির কবি ও সম্পাদক। লেখালেখির শুরু হয় ছোটকাগজ দিয়ে। সম্পাদনা করেন ছোটকাগজ ক্যাথারসিস। তিনি রংপুরে বসবাস করেন।

menu
menu