দুটি কবিতা ।। স্বপ্নীল ফিরোজ

ঘৃণার সন্ধ্যা
সূর্যের বিপরীতে,
নিজের ছায়ার নিচে উড়ছে কয়েকটি মাছি।
পা কচলাচ্ছে গোটা দুই-তিন,
ঘৃণার পেপার-স্প্রে ছড়িয়ে
সন্ধ্যা নামিয়ে দিল কেউ।
কানামাছিগুলো
দুধে ডোবা মৃত মাছিদের পিণ্ডি চটকাচ্ছে খুব।
কোন ডানায় নিরাময়,
আর কোন ডানায় মৃত্যু—
কেউ তা জানে না।
শূন্যতায় চিড়
আকাশের তারাগুলো প্রশ্নবোধক চিহ্ন হয়ে ফোটার পর বৃষ্টি নামলো।
প্রখর রোদ কদমের ডালে বসে কিছুক্ষণ ডানা ঝাপটালো এবার।
তারপর কী ভেবে সে উড়ে গেল নাহিলিজমের দর্শনের দিকে।
অন্ধকারে বজ্রবিদ্যুতের মতো শূন্যতায় চিড় ধরিয়ে আলো নিভে গেল পাহাড়ের হিয়ার ভেতর।
স্বপ্নীল ফিরোজ কবি। তাঁর প্রকাশিত একমাত্র কাব্যগ্রন্থ একজোড়া দণ্ডিত চোখ। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন।