শিকার

ডাক্তার আজিজ শৌখিন মানুষ। রোমান্টিকও বলা যেতে পারে। কাঠের গব্দা গব্দা রদ্দা দিয়ে তৈরি টেবিল, টেবিলের চারদিকে চারটা হাতলওয়ালা অমসৃণ সেগুনকাঠের চেয়ার। দামি কাঠের এই এক গুণ, মসৃণতা ছাড়াও সুন্দর লাগে। ডাক্তার আজিজ নিজ হাতে টেবিলটা বানিয়েছে বারান্দায় বসে চা-কফি খেতে খেতে কেবল ঝুম বৃষ্টি আর জোছনা উপভোগ করার জন্য। চওড়া বারান্দার সামনে সবুজ ঘাসে ঢাকা লন, তার পরেই পাহাড়ের ঢাল, ঢালে লাগানো লেবুগাছের কচি পাতা বারান্দা থেকে দেখা যায়। সামনের পাহাড়ে যেখানে লাল বাটনা আর কনকগাছের জড়াজড়ি সেখানে চাঁদ উঠেছে, বা...