গুচ্ছ কবিতা ।। অরিন্দম নাথ

উত্তর মেলে না একটা ট্রেন হাঁটতে হাঁটতে স্টেশনে এসে দাঁড়াল। এখনো মুখ ফুটে ভালোবাসার কথা বলোনি তুমি। প্ল্যাটফর্মে বসে থাকা এক শিশু কিছুতেই বুঝতে পারছে না কোনটা আপ ট্রেন, কোনটা ডাউন... দাহ প্রেমের শেষ কথা চাঁদ না, তাজমহলও না। প্রদীপের লাল আভায় মেয়েটির মুখ দেখে যে ছেলে প্রেমে পড়েছিল; সে জানে, আগুনই প্রেমের যোগ্য উপমা। পুড়তে পুড়তে আলো হয়, পুড়ে পুড়ে ছাই সূর্যোদয় তোমার চিবুকে আদর গড়িয়ে ভোর হলো। মনে হ...