দুঃসময়
একরাম গতকাল রাতে গোয়েন্দা সংস্থার হাতে ধরা পড়ে যায়। হেমন্ত কাল। গভীর রাত। শীত আসি আসি করছে। সুবিশাল একটি মাঠের সবুজ ঘাসের কচি ডগাগুলো শিশিরে সিক্ত হয়ে আছে। মাঠের দক্ষিণে সীমানা প্রাচীর। সেটা চলে গেছে পুব থেকে পশ্চিমে অনেক দূর পর্যন্ত। এর সমান্তরালে অন্ধকারে দাঁড়িয়ে আছে সেগুন, চাম্বুল, বট, মেহগনি, দেবদারু, ইউক্যালিপটাস প্রভৃতি নানা ধরনের বৃক্ষ যা সুপরিকল্পিতভাবে লাগানো হয়েছে। চাঁদের আবছা আলোয় গাছগুলো ভূতের মতো দাঁড়িয়ে আছে। তমাল গাছের উঁচু এক ডালে একটা প্যাঁচা সেই কখন থেকে বসে আছে। রাতের...