লেখকের দেনাপাওনা
কথা হচ্ছিল সুহৃদ এক কবির সঙ্গে। তিনি হঠাৎ মন্তব্য করলেন, লিখে কী হয়? পাল্টা জানতে চাইলাম, না লিখে কী হয়? তখনকার মতো বিষয়টা ধামাচাপা পড়লেও প্রশ্নটা পিছু ছাড়ল না। মনের মধ্যে সুচতুর আততায়ীর মতো উঁকিঝুকি দিতে দিতে সে আরো ডালপালা মেলল। সমাজে ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষক, আইনজীবী, শ্রমিক ইত্যাদি পেশাজীবীর চাহিদা আছে। এমনকি পেশাদার রাজনীতিবিদও হয়তো দেশ ও দশের কাজে লাগে কিন্তু লেখকের কি কোনো ব্যবহারিক উপযোগিতা আছে? পাঠ্যবইয়ে যতই থাকুক—অসির চেয়ে মসীর জোর বেশি, বাংলাদেশের অধিকাংশ মা-...