লিখে রাখি করোনাকাল 

লিখে রাখি করোনাকাল 
আবু মকসুদ 

মানুষ থেকে মানুষের দূরত্ব
ক্রমশ বাড়ছে
করোনাকাল উছিলা মাত্র
মানুষ অনেক আগেই
দূরে সরে গেছে

মানুষের দূরত্ব টের পাই, টের পাই
ছিঁড়ে যাওয়া তার, বীণার ধুলায়
একদা লেখা ছিল মানুষের হাড়
সেই ফসিল মানুষ বর্জিত সময়ের
সাক্ষ্য হয়ে মানুষের ঘাড়ে চেপেছে
যূথচারী সময়ের বাঁধন শিথিল
হয়েছে, শিথিল হয়েছে
মানুষের বিশ্বাসের সূত্র

আগলা মানুষ
গুহাগৃহে অতীত আক্রান্ত
গৌরব পাঠে পরিতৃপ্তি
খোঁজে, গৌরবের কি আছে
কখনো কি ছিল পরিতৃপ্ত কাল
ফসলের সুষম বণ্টন
কবেই ভুলেছে
ত্যক্ত মানুষ ভুলেছে নিজস্ব গৌরব

মানুষের অতীত সুখকর নয়
খুঁজতে চাইলে লাশের পাহাড়
সরিয়ে বেদনাই মিলবে

মানুষের দূরত্ব এখন ছফুট
করোনাকাল পরে দূরত্ব দীর্ঘ
হবে, দীর্ঘকাল মানুষ মানুষকে
এড়িয়ে গেছে, মানুষ মানুষকে
ত্যাগ করেছে, মানুষের ছুঁয়া থেকে
বেঁচে থাকার জন্য মানুষ বানিয়েছে
মারণাস্ত্র, মানুষ মানুষকে হত্যা করেছে

করোনাকাল মানুষের জন্য
শিক্ষা হতে পারে যদিও জানি
মানুষ শিখে না, অতীত সাক্ষ্য
দেয় না, অতীত দেখে যদি
ভবিষ্যৎ পরিকল্পনা হতো
আজ মানুষের দূরত্ব
ছফুট হতো না, আজ মানুষ
মানুষের ছুঁয়া ভয় পেত না

করোনাকাল হয়তো অন্তে
পৌঁছাবে, করোনার দাপটের পরে
হয়তো বেঁচে থাকবে কিছু মানুষ
কিন্তু শিক্ষা নেবে না
করোনা বিস্মৃত মানুষ
পুনরায় মানুষ হত্যায় উদ্যত হবে

লন্ডন, যুক্তরাজ্য।

menu
menu