খণ্ডঝড় থেমে যাওয়ার পর

খণ্ডঝড় থেমে যাওয়ার পর
ফারহানা ইলিয়াস তুলি
নিশ্চয়ই এই ঝড় বিশ্বে প্রথম ঝড় নয়—
নিশ্চয়ই এই আকাল; নয় পৃথিবীর প্রথম আকাল
মানুষ এর আগেও দেখেছে দুর্ভিক্ষ, দেখেছে মহামারী
দেখেছে চুল্লির আগুন, বনে বনে দাহপর্বের রাত।
মানুষ পেরিয়েছে অনেক যুদ্ধ,মহাযুদ্ধ,বিশ্বযুদ্ধ
হিরোশিমা'র সীমারেখায় দাঁড়িয়েও হাত নেড়েছে
মানুষ। ডেকেছে মানুষকে কাছে—
আর বলেছে এসো সমবেত হই। এসো একে অপরকে
আলিঙ্গন করি। কাছে থাকি—কাছে রাখি।
মানুষের যুদ্ধ ছিল দৃশ্যশত্রুর সাথে, ছিল—
অদৃশ্য শত্রুর সাথেও। পালাক্রমে সকল অদৃশ্যই
মানুষের কাছে হয়ে উঠেছে অণুবীক্ষণের দর্শন।
এই খণ্ডঝড়ও অতিক্রম করে যাবে মানুষ।
এই ঘোর অন্ধকার কেটে যাওয়ার পরই
পাখিরা আকাশ কাঁপাবে ডানায় ডানায়—
এস্রাজ হাতে রাগভৈরবী গাইবেন
তন্ময় কোনো শিল্পী
আমরা শুনবো প্রাণভরে। পিকাডেলি সার্কাস
থেকে ছুটে আসা মানুষ আবার মাতিয়ে তুলবে
টাইম স্কোয়ার, আমার সন্তানেরা দু'হাত উঁচু করে
বলবে, এসো মা—আরেকটি ছবি তুলে রাখি!
১১ এপ্রিল ২০২০, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।