কাজী মোহাম্মদ আলমগীর-এর পুঁথি ♦ কুসীদনামা

প্রথমে বর্ণনা করি আল্লাহ আলেক সাঁই
তারপরেতে বর্ণনা করি রসুলের দোহাই

ব্যবসা করো, ব্যবসা করো ব্যবসা হালাল
কুসীদজীবী সাবধান থেকো, আগুনের রং লাল ।।

জ্বলে পুড়ে ছাই হবা কুশের জ্বালাতনে
জানে মানুষ এসব কথা কুসীদ নাহি শুনে

তবু, তবু বলতে হবে তার ছলাকলার কথা
মৃত্যুর আগে যদি কমে মৃত্যু কালের ব্যথা ।।

তোমার বুঝি ইচ্ছা ছিল কুবের হবা ভাই
লক্ষ্মী ভুলে, টাকার বস্তা সিন্ধুকে লুকাই

লুকানো টাকায় বানাও ব্যাংক, নদীরো কূলে
কামিনী আর কাঞ্চনে ডুবো, সব যাও ভুলে ।।

অস্ত্র সস্ত্র বানাও, আরো রাজ্য মন্ত্রী রাজা
কর্পোরেট কোম্পানি চায় অদৃশ্য  ধ্বজা

ধ্বজার  তেজে মরে টরে সিংহ চিহ্ন হাওয়া
আদমের হাড়ে বাঁশি, হলো না গান গাওয়া ।।

দেখা যায়, যায় না দেখা, ভানু মতির চাল
কুমির আনা হলো শোন, না বানাইতে খাল

আহা ধন বাহা ধন, ধনের আগম নিগম
নিরধনের পিঠের ক্ষতে কেন লাগাও মলম ।।

ক্ষতখানি থেকে যাক, মেডেল যেমন থাকে
দেখিলে চিনে নিব, কবে, কে ঠকালো কাকে

কারুনের ধন ছাতু, কেড়ি পোকার দাঁতে
ধনের জজবায় মন মরে দিনে এবং রাতে ।।

পুরীষ ছাড়িয়া দেখো বেশি গেলো না কি
গোনে দেখো কুসীদপ্রথা দিছে বড় ফাঁকি

জীবন যায় আর আসে আশ মিঠে না
কুসীদের সাথে পিরীত করিতে মানা ।।

দাসক্যাপির মার্ক্স বেটা অতি গুণধর
পণ্যের উলতি দেহে, দেন প্রভুর খবর

চর্বির থম, যন্ত্রের মন খাচুর খুচুর করে
অন্যের ঘাড়ে ঠ্যাং না দিলে শান্তি নাহি মিলে ।। 

ঋণী আমি ঋণী আমি অকালগত কলিম খানে
এসব কথার সেসব মানে শুনাইলেন যে জনে

তার তরে শ্রদ্ধা সালাম তার তরে পরাণ
কলিমে জাগিবে বঙ্গ রাখিবে তার মান ।।


• কুমিল্লা    

menu
menu