ড্রাগন

ড্রাগন
ফাহমিনা নূর    

পৌরাণিক গল্পের ঘুম ভেঙে জেগে উঠেছে ড্রাগন 
পুড়ে যাচ্ছে নগরপালের দেউড়ি—

কোন গ্রহে হতে আসা পত্রবাহক তুমি, থিওডর!

আমাদের ফুসফুসে গড়েছো যে কামারশালা
তুমি কি দেখেছো তাতে হাপরের ওঠানামা?
স্ফীত হয়ে ওঠা চোখের মণি? দেখেছো!

কুয়াশা কীভাবে অরণ্য সাজাচ্ছে মাথার ভেতর!

আমাদের হাতে যে আয়ুরেখা আছে
তারই পথ ধরে যে গেছে ক্ষয়িষ্ণু চাঁদের কাছে
সে আর ফেরেনি ভেন্টিলেটরের অভাবে

দেখছো না পাতাগুলো কেমন নীল হয়ে গেছে
ভাতৃহারা হওয়ার এক অনিবার্য আশঙ্কায়
যা তারা প্রত্যক্ষ করছে নিয়ত, নিজের শিরায়

সবই তো বদলে যাচ্ছে— 
স্বপ্ন,  সাধ, দৌঁড় এই বন্দিদশায়
মিশন শেষে কত প্রাণ তুমি রেখে যাবে 
আবার সাজাতে এ বলয় নিমগ্ন এক নিহিলতায়!

menu
menu