২টি কবিতা : পবিত্র সরকার

পবিত্র সরকার

হাত রাখা

ঘরের মধ্যে বন্দি, কেউ নেই তো বাপু খুব সুখে ;
প্রশ্ন ওঠে, কী লাভ হচ্ছে—বল্ তো দেখি বুক ঠুকে !
তবু ছেড়ে নানান ধান্দা,
আমরা কিছু নাছোড়বান্দা
হাতের ওপর হাত রাখছি—কোত্থাও না, ফেসবুকে।

জানতে ইচ্ছে হয়

তোমরা যারা বাড়ি ফিরতে হাঁটছ অনেক কিলোমিটার,
মাথায় বোঝা, সন্তানেরা হাত ধরেছে মাতার, পিতার ;
কোথায় পৌঁছে গেলে শেষে,
জীবনে, না মৃত্যুতে সেই?
মিডিয়া আর জানাচ্ছে না, চক্ষে ছানি পড়ল কি তার?

অলংকরণ : উত্তম সেনের চিত্রকলা অবলম্বনে।

menu
menu