যেতে পারো
যেতে পারো
সুজন আরিফ
যেতে পারো
নতুন কোনো বিকল্পে
চাইলে—
থাকতেও পারো
পুরাতন এই প্রকল্পে
আমি পুরুষ
ঠোঁটকাটা
অভিমানী
উগ্র
তবে ধুরন্ধর কোনো শিকারি নই
এমনিতেই, মানুষে বিশ্বাস আমার যৎসামান্য।