গুচ্ছ কবিতা

আজ আমি সুনীল

আজ আমি সুনীল
সুনীল গঙ্গোপাধ্যায়
আজ আমারও মন ভালো নেই
ভালো নেই

আজ আমি তাই
একা একা আষাঢ় কুড়াবো
একা একা শ্রাবণ কুড়াবো
একা একা শাদা বৃষ্টি কুড়াবো
তারপর ভাদ্রের ভ্যাপসায় এসে থেমে যাবো

আজ কেউ কেউ
দৃষ্টির হাসনাহেনা ফুটালো কিনা
অথবা কেউ কেউ
বারান্দায় বসার সুযোগ পেলো কিনা
তাতে আমার কিচ্ছু যায় আসে না, না

আমি তো ব্রহ্মপুত্রের পেটে
কাটিয়ে এসেছি বালকবেলা
আমারও ঘরের পাঁজর থেকে
উড়ে গেছে ঝাঁক বেঁধে কবুতর

চাতালের মতো কবুতরেরও তৃষ্ণা ছিল
সেও ছুঁয়ে দিতে চেয়েছিল মেঘের ফড়িং

আমার মন ভাল নেই
তাতে তোমার কি?
তুমি তো মেঘের মনই বোঝো না!
তুমি তো টেলিফোনের তারই চিনো না!
রিংটোনে তবে জেগে উঠো কেন?
বৃষ্টির সাথে তবে নেচে উঠো কেন?

আজ আমার মন ভাল নেই
আজ আমার বুকের ভিতর 
রিনিঝিনি বাজে বৃষ্টির বেদনা

আজ আমি তাই কারোর অহংকার 
মাখবো না গায়ে

আজ আমি তিশির পাতার গন্ধে
বিভোর হবো এই বৃষ্টি সন্ধ্যায়


হাত

আজ আমি মাঠের সমস্ত 
বাতাস গিলে খাবো
আজ আমি কুমোর পাড়ার
পোড়া মাটির হাঁড়ি হবো
আজ আমি ঘাসের ঘুঙুর বাজাবো
তারপর নদীজলে ভেসে ভেসে শঙ্খচিল হবো

একদিন সাবানের ফেনা মেখে
আমিও হাতে জল
জলে হাত ডুবিয়েছি
একদিন নাটাইয়ের সুতোর মতো
আমিও কৈশোরের কালভার্ট বানিয়েছি

আজ আমি দেখবো
কে কিভাবে অন্তর্জালে হারিয়ে যায়
আজ আমি দেখবো
কে কিভাবে রাতের অন্ধকারে বিক্রি করে নেশা

আজ আমার মন ভালো
আজ তোমার মন ভালো নেই
তাতে আমার কি?
তুমি তো নিজেই চোখ বন্ধ করেছো
বিকেলের অলস দৃশ্য-ঘুমে

আজ আমার মন ভাল 
আজ আমি রাজবংশীদের বাড়ি দেখতে যাবো
আজ আমি উপত্যকায় আঁচল পেতে নক্ষত্র হবো

আজ আমি ভালবাসার সংজ্ঞা দিয়ে 
পৃথিবী বানাবো
সমতার সুরে মজুর হবো
অবশেষে প্রেমিকার চোখ হবো

 

পিঠ

ঘুম কুড়াবার সময় তো নেই, 
তাই, শুধুই অভিলাষ?
 
সময় মাতাল? দূরে? ওই যে ওই; 
মেঘের সর্বনাশ!

পাখা, একটি পাখি, জোড়া জোড়া রাত, 
সিন্দুকের লোভ?

কপাল ঝুলে! কেউ যে কাতর, কেউ কেউ
এমনিতেই নির্লোভ।

সন্ধ্যার দেয়াল, পার হয়ে খেত; হাঁটা, 
সেই পুরনো বট?  

চিত্র আঁকা হয়ে গেছে; শম্ভু বাবুর মুখ
একটিই গাজির-পট।
 
অস্তিত্ব? পোড়া কাঠ? পরাস্তের হাত?
বালির বিন্দু?

যাপনের ঘুম; পড়ে থাক সাঁওতাল-পিঠ
অন্ধের সিন্ধু।

প্রহর

ভালোই তো
যদি ভালোই না বাসো?
আয়না?
এ তো তোমার বায়না?

ঠোঁট?
কাতরতা?
ছিল কি? এখন নেই কেন?
মাঠের বাতাস?
কিশোরী ফ্রক?
ফাঁকে ফাঁকে ঢুকে গেছে কী যেন?

নিঃসঙ্গ তা
দুপুর হলেই খোঁচায়?
সর্বনাশের ঢেকি?
আড়াল করে, কোথায়? 
 

menu
menu