গুচ্ছ কবিতা ♦ তমিজ উদ্দীন লোদী
আগুনে জ্বলছে কিশোরীর হাড়
দুঃখের ফেনা থেকে বেরিয়ে আসছে পুরনো ক্ষতের দাগ। বেরিয়ে আসছে হরর ছবির মতো ধোঁয়াশার ভেতরের চাঁদ। আর চিৎকারে ফাটিয়ে দিচ্ছে একাধিক নেকড়ে বাঘ ।
...
জঙ্গুলেপনার প্রতিযোগিতায় নেমে গেছে তারা। লাঙলে বিভৎস রক্তের ছোপ। কারা যেন নামিয়ে দিয়েছে অস্পষ্টতার চাদর। দৌড়াচ্ছে হায়েনা ও ফেউ। কোটর ছেড়ে বেরিয়ে পড়েছে প্যাঁচা ও ইঁদুর ।
...
সাঁতরে পার হচ্ছে নদী, ডাঙায় ফিরতে চাইছে কুমির। রক্তের নোনা স্বাদ গড়িয়ে নামছে জলে। ধোঁয়ায় আচ্ছন্ন হচ্ছে চারপাশ আর আগুনে জ্বলছে কিশোরীর হাড়।
স্তব্ধতাবিনাশি জাদুলণ্ঠন
নদীর এপারে হাওয়া আর ওপারে নিস্তব্ধতা। অলৌকিক চেতনাপ্রবাহে কবিতার চিত্রকল্প ওড়ে। জলে কাঁপে প্রতিবিম্ব। কাঁপে ভাঙচুর জলের আবেগ। আর একটি নিঃসঙ্গ জলপিপি নদী ঘেঁষে উড়ে যায় ।
...
বর্ণহীনতার ছায়া ঘুরে এলে স্তব্ধতা গাঢ় হয়ে আসে। প্রিয় মুখ সূর্যাস্তের আলো মেখে শুয়ে থাকে জলের ওপর। চাঁদের দৃষ্টির নিচে গূঢ় হয় ময়ালের চোখের মতো রাত ।
...
জ্বলে ওঠে ফসফরাস আলো। জ্বলে ওঠে শ্বাপদের চোখ। খোলা স্বপ্নে ভাসে অর্কিড। অবসাদগ্রস্ত পাখির দহনকাল। হাওয়ার শুশ্রূষায় জেগে ওঠে স্তব্ধতাবিনাশি জাদুলণ্ঠন।
ভৌতিক ছায়ায় নিচে
বোষ্টমির চিত্র সেঁটে আছে অশ্বত্থের নিচে। ছিঁড়ে গেছে একতারার তার। নারীবোধ টপকে উঠে আসে লালনের বোধ। কে আসে কে যায়, নিঃসঙ্গতার আগুন জ্বলে ধিরে।
...
এদিকে যুবক খোঁজে পেঙ্গুইনের নরম মলাট। ‘ওয়েস্ট ল্যান্ড’ থেকে বেরিয়ে আসেন এলিয়ট। ঝাপসা গ্রামের সন্ধ্যা। ভৌতিক ছায়ায় নিচে নেচে ওঠে লণ্ঠনের ফিতে।
...
টিন ড্রামে কে বাজায় অক্ষম সিম্ফনির সুর। কে শোনায় নির্মম নির্মোহ নিয়ে পাতাঝরার আর্তনাদ! ধান কি গম ক্ষেত থেকে উঠে আসে টিয়ে। অঘ্রানের নবান্ন উৎসব।
...
খুব এলোমেলো ছড়ানো ছবির মতো জীর্ণ চিত্রাবলি।
অর্থহীন অচেনা আকাশ
একঘেয়েমি ও পৌনঃপুনিকতা স্থির হয়ে আছে
ভাঙচুর আয়নার ভেতর খণ্ড খণ্ড মুখ
...
কিউবিক কলার মতো দিন
যেন গোয়ের্নিকা সেঁটে আছে দেয়ালে দেয়ালে
...
স্বপ্ন উড়ছে ঘুড়ির মতো
বিবর্ণ হয়ে ঝুলে পড়ছে ট্রাপিজের দড়ি আর
চিলতে আলোয় ঝিকিয়ে উঠছে ছুরি
...
আলো সরে গেলে বাঙ্ময় হয়ে উঠছে যুদ্ধ
জিঘাংসা, স্বেদ ও রিরংসা
চেতনা ও স্বপ্নের সিঁড়ি ভেঙে
উঠে যাচ্ছে অর্থহীন অচেনা আকাশ ।
থমকে আছে চিত্রকল্পগুলো
তুমি যেন চাতক পাখি
মেঘের দিকে তাকিয়ে আছ
অথচ হাওয়া ভারি হয়ে আছে
হাওয়ার ভেতর অপার শূন্যতা ।
...
কারা মাড়িয়ে যাচ্ছে পথ
পথের ভেতর চূর্ণ হওয়া ধুলো
ধুলো উড়ছে হাওয়ায়
...
দিগন্তে এক ঘুড়ি
নির্জনতা ছুঁয়ে দেখছে শুধু
থমকে আছে চিত্রকল্পগুলো
...
বুকের ভেতর সৃষ্টরেখা যতো
বেরিয়ে এলো জলরঙের হয়ে
গুমরে ওঠে সৃষ্টি সুখের হ্রেষা
উড়াল দিল বিচিত্র এক ঘোড়া ।
...
তুলির ভেতর আলতামিরা কাঁপে
কিংবা কাঁপে ‘গোয়ের্নিকা’র তাপে
কিউবিজম লাফিয়ে ওঠে যেন
অরূপ তুলি ছুঁয়ে দেবার ছলে।