জঙ্গলি নীলনকশা তবুও

জঙ্গলি নীলনকশা তবুও
সময় অসময় অন্ধকার ধেয়ে আসে
প্রায় সময় আসে ধোঁয়া নিয়ে
ধোঁয়ার নিচে মানুষ পোড়ে
চারপাশ ধোঁয়া আর পোড়া দুর্গন্ধে হয়ে যায় জনশূন্য।
কিছু হিংস্র জানোয়ার অন্ধকারে আঁকে
জংলি নীলনকশা ।
অজানা এক আতঙ্ক তবুও উত্তেজনা কেউ থামাতে চাচ্ছে না।
কী নির্মম পরিহাস এত বছরেও আমরা অন্ধ গোলামির অন্ধকার ভাঙতে পারিনি।
এই অন্ধকারের এত বিদ্বেষী ত্যাজ হিংস্রতা কেউ দেখেনি কোনোদিন।
আমাদের সব চেষ্টা ব্যর্থ হলেও তৃপ্ততা আসে তীব্র অন্ধকারের গভীরতা দেখে
কারণ অন্ধকারের গভীরতা নিশ্চিত করে ভোরের সূর্যোদয়।
বদরুজ্জামান জামান কবি ও সম্পাদক। তিনি ফ্রান্সের প্যারিসে বসবাস করেন।