৩টি কবিতা ।। রবীন বসু 

প্রেমকে জাগাই

তোমার ঘরের দিকে উড়ে গেল যে নীলকণ্ঠ পাখি 
আমি তার ডানায় নাম লিখে রাখি;
কত দূর যেতে পারো? স্মৃতি থেকে বেশিদূর নয়
নাবাল জমির ওপর ছড়িয়েছে লতাগুল্ম গাছ
আমি তার শিকড়ে শিকড়ে শুয়ে আছি
কোষে কোষে জলীয় দ্রবণ হয়ে তুমি আছ
বেঁচে থাকা তাই আজ কষ্টকর নয়!
যে ডানা ভেঙেছে আগে
আমি তার ক্ষতচিহ্নে নিরাময় খুঁজি;
লতাগুল্ম থেঁতো করে রসটুকু লাগাই
তোমার মুখের হাসি সারাদিন উড়ে আসে দেখি 
মৃত প্রাণে পুনরায় প্রেমকে জাগাই!

নতুন সড়ক যোজনা 

তুমি শুয়েছিলে ঘাসে, ঘাসের অভ্যন্তরে
মাটি আর পৃথিবীর সংযোগসেতু
এই আর্দ্র অবকাশ আর নিশ্চিত রহস্যে ঘেরা বনভূমি
তোমার স্তনের দিকে চেয়ে আছে;
আমরা যারা স্তন্যপান করি, তারাও চেয়ে আছি 
ক্ষুধা নিবারণের জন্য শিশু, কাম নিবারণের জন্য পুরুষ 
তোমার কাছে নুয়ে পড়েছে; 
আভূমি আনত সন্ধ্যা স্থির হয়ে আছে পেঁচা চোখে
তোমার শরীর বেয়ে তেলাপোকা ওঠে আসছে
জোনাকিরা নীল আলো নিয়ে ঘোরাঘুরি করছে
সভ্যতা নারীকে নিয়ে নতুন সড়ক যোজনা
                                        প্রস্তুত করবে…

মোহিনী কলাপ


ক.
আতপ্ত অস্থির দিন তপস্যা জানে না
জানা নাই বহুব্রীহি সমাসের মানে
নিজের ক্রোধের কাছে সমানুপাতিক
রেখে দেয় কাচ আর মার্বেলের গুলি…

বহুবর্ণ স্মৃতি ফেলে উড়েছে গাঙচিল
নদীর স্রোতের মতো কারক ও বিভক্তি
বাক্যে দ্যোতনা আনে, গাঢ় শ্বাসাঘাত 
বিভঙ্গ শরীর জানে মোহিনী কলাপ…

গ.
আনন্দ অট্টম থেকে শিহরিত কলা
খাঁজে খাঁজে মুগ্ধটান বিকশিত বিভা
ফুটেছে কোথাও আলো তীক্ষ্ণ রূপটান
জেনেছে শিল্পের মানে সুচারু প্রকাশ;

নিহিত জলের ছবি আঞ্চলিক কথা
নিঃশেষিত গূঢ় বার্তা অমঙ্গল ডাকে
সাজানো সংসার এই অরক্ষিত ভাঙা
তাল কাটে অহরহ যাপিত জিজ্ঞাসা।


রবীন বসু কবি। এখন পর্যন্ত প্রকাশিত কবিতার বই ৮, উপন্যাস ১, গল্পগ্রন্থ ৩। সম্প্রতি দ্রিমি দ্রিমি নৃত্য হবে কবিতার বইয়ের জন্য পেয়েছেন ‘কবি রমেন্দকুমার আচার্যচৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৩’ । তিনি কলকাতায় থাকেন। 

menu
menu