দুটি কবিতা ।। অভিজিৎ দাশগুপ্ত

সংসার

জ্বালিয়ে দিলেই সব শেষ? 

এ কথা তুমি ভেবেছ। 
একা একা প্রতিশোধ নেব 
তাও অসম্ভব 

বিকেলের শান্ত ঘাসবনে 
               ফুটে ওঠে উদ্দেশ্যবিহীন 
                               ইচ্ছেগুলো...
 
নতুন বিভক্তি যোগে আরও এক খুন 
ঘটে গেছে দিনশেষে

স্বপ্নহীন

জড় ও বধির 
একতাল মাটি 

উল্কার গতিতে ছুটে চলি 

বন্ধু, সেও 
হৃৎপিণ্ড বরাবর ছুরি হাতে 
দাঁড়িয়েছে...

এখানে পিচ্ছিল সিঁড়ি, 
নামতে উঠতে সাবধান।


অভিজিৎ দাশগুপ্ত কবি। এ পর্যন্ত নয়টি কাব্যগ্রন্থ এবং ছয়টি গদ্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। খোয়াই নামে একটি পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত। ২০১৬-তে ইলিশমঙ্গল কথা বইটির জন্য 'আত্মদ্রোহ সাহিত্যকৃতি সম্মান' লাভ। বর্তমানে কলকাতাবাসী। 

menu
menu