দুটি কবিতা ।। কুমকুম দত্ত

জিবরানের ঈশ্বরেরা

মুখখানা লাজরাঙা নববধূ
ঢেকে রাখে দ্বাদশীর চাঁদ;
এমন পূর্ণ তিথি না দেখি তোমাকে
ভেতরের মর্মবেদনা গাঢ়তর হয়
বহুবার অধরা নক্ষত্রের পানে
গানে গানে উদ্দীপ্ত যৌবন
ভালোবাসা মেঘে মেঘে আচ্ছাদিত।
জিবরানের ঈশ্বরেরা গভীর ঘুম, ধ্যানে
সুদূর লেবানন বিশারি গ্রামের মতো;
মহল্লায় ধীবরেরা আধোঘুম জাগরণে 
কুকুরগুলো একলা পাহারায় নক্ষত্র
জেগে আছি একলা আকাশ আমার;
আজও চাঁদ ওঠেনি ওই দূর আকাশে...

দীর্ঘ সূর্যাস্ত

চৈত্র বছর ক্রান্তিলগ্নে মন বৈরাগ্য নিরাবরণ
দাঁড়িয়ে আছে পথ পকেটশূন্য অনাগত সময়;
আকাশপানে হলুদ পাতাঝরা অন্ধকার নির্বাক
বৃষ্টি মাঝে মাঝে ভিজে মন দাহ ক্লান্তি দূর
দিনশেষে দীর্ঘ সূর্যাস্ত জীবন সরল সমীকরণ 
কিছু চেনামুখ দাঁড়িয়ে অঝোর;
করে শোক ভেতরের মর্মবেদনা রোজ ইন্তেজার
দিনশেষে দীর্ঘ সূর্যাস্ত কবরে নেমে যায় প্রতীক্ষায়।


কুমকুম দত্ত কবি। প্রকাশিত বই : পরানছায়া। তিনি চট্টগ্রামে থাকেন।

menu
menu