তিনটি কবিতা ।। রথীন পার্থ মণ্ডল

তুমি তো আছ

৪৬৩ নং বি সি রোড মেঘনায় এলেই
আলোচনার কেন্দ্রবিন্দু হও তুমি
হাত ধরে চলা, ফিরে পাই ছোটোবেলা

বিজয়তোরণ থেকে রাজবাড়ি 
যতবারই হাঁটি সময়ের স্রোত বেয়ে
সাথে থাকো তুমি ও তোমার উদারতা

দূর থেকে দূর ঐ মহাশূন্যের
ওপার থেকে ভেসে আসে তোমার হাত 
মাথায় নিয়ে মনে পড়ায় আমার বাবাকে

নিজের মধ্যে নিজেকে হারাতে হারাতে
শুনতে পাই—ব্যর্থ হয়েছ তো কী হয়েছে,
তোমার পাশে তো মইনুলদা আছে।

আশ্চর্য সময়

এ এক আশ্চর্য সময়!
যখন শুধু রং কথা বলে
ফুল পাখি চাঁদ সবাই নীরব।

এ এক আশ্চর্য সময়!
মাতৃদুগ্ধে জাগে কীটপতঙ্গ
সূচবিদ্ধ শৈশব একাকী
আশ্রয় খোঁজে ভরা সন্ধ্যায় 
বন্ধ্যা মাটির বুকে।

এ এক আশ্চর্য সময়! 
যখন বিশ্বাসহীন ভালোবাসা 
সুখের দরজা আটকে 
সেলফি তোলে সারাবেলা।

এ এক আশ্চর্য সময়! 
যখন বৃদ্ধ শহরটা প্রতিদিন 
থাকে ডাকপিয়নের অপেক্ষায়
মনে পড়ে না লেখা সেই সব চিঠি! 

এ এক আশ্চর্য সময়! 
যখন কোথাও আগুন নেই 
আগুনের তাপ নেই 
জনশূন্য রাত একাই কথা বলে যায়...

একা

এখন শুধু একলা মনে ঘুরে বেড়াই
তোমার কথা ভাবতে ভাবতে, 
সে কোন পড়ন্ত বিকেলে আলাদা 
হয়েছিল আমাদের জীবনপথ।
নদীর তীর, ব্যাকুল করা বসন্ত বিকেল 
এসব ফেলে
তোমার কথা ভাবতে ভাবতে এখনো 
একা হেঁটে চলি।


রথীন পার্থ মণ্ডল কবি। তিনি ভারতের পশ্চিমবঙ্গে বসবাস করেন।

menu
menu