অচ্ছুত এখন

যেভাবে একফোঁটা জল চোখ থেকে পড়ে হঠাৎ
রাস্তায় তাকিয়ে দেখি
কী যে ভাবি জানি না তোমার মুখ ভেসে ওঠে আর কান্না পায়,
চোখে কাপড় ঢেকেছি কতবার এই এক কারণেই
এইসব তোমাকে বলার ইচ্ছে নেই উপায় রাখোনি তাই
এত নিমজ্জিত প্রেম এত কাছে ডাকা
কাছে ডেকে উথাল-পাতাল জলরাশি
তারপর চর থেকে চলে গেছ উচ্চতর স্থানে নিজেই একাকী
আমাকে তোলোনি পরিত্যক্ত অচ্ছুত এখন
সময়ই যে ভুলিয়ে দিয়েছে সব তোমাকে যেমন
এবার আমিও ভুলে যেতে চাই সেইসব দিনকাল প্রতারণা
আমার যন্ত্রণা তুমি যখন অনুভবই করতে পারো না!

 


রুমা তপাদার কবি ও শিক্ষক। তিনি ভারতের পশ্চিমবঙ্গে থাকেন। 

menu
menu