তুমি…

যেভাবে,
নিসর্গের হালকা স্ট্রোকে ফুটে
ওঠে দূরের নীলাভ শূন্যতা

যেভাবে,
দিকচিহ্নহীন সমুদ্রঢেউ
আলতো ভিজিয়ে যায় বালি

যেভাবে,
সান্ধ্য উপাসনার মোম বেয়ে
চুঁইয়ে নামে পূর্বজন্মের বিষণ্নতা

সেভাবেই
সারাদিন দৃশ্য থেকে দৃশ্যান্তরে
ছুঁয়ে থাকো তুমি আমার গার্হস্থ্যদিন
যেমন বসন্তদিনের বাতাসে নিশ্চুপ
দোলে আশ্চর্য অমলতাস

 



সুদীপ্তা চট্টোপাধ্যায় কবি, গল্পকার এবং শিক্ষক। পেশায় মন্তেসরি শিক্ষিকা। ২০০৮ সালে প্রবাস জীবনের একাকীত্ব কাটাতে ছদ্মনামে ব্লগ লেখা শুরু। কমিউনিটির বিভিন্ন ভলেন্টারি কাজের পাশাপাশি নাটক ও সঞ্চালনা করে সময় কাটাতে ভালবাসেন।

menu
menu