কথোপকথন
লাল থেকে হলুদ
একটি স্বর। যায় কতদূর
চাকা। এবার গতিতে নমস্কার
দোকান বন্ধ হবে, চলো
এবার।
ঘামক্রোধলোভমোহ সব
জরাজ্যাংরা বিভিন্ন লোক।
চিনতে পারছেন?
আমি শিল্পী, আপনার ছিলাম ছাত্রী
বরাবর?
দূরে ভিজে আছে ক্ষয়াটে প্ল্যাটফর্ম।
বিষণ্ন বখাটে রেললাইন
ওপাশে কারখানার তালা বন্ধের রাত।
কেয়া বাত। তুমি আছ কেমন?
শিল্পী হাসে। বাবা নেই, তাই সংসার
দেখি। আর ভাবি জীবন
চমৎকার...
কিছু মনে করলেন
স্যার?
আজ মনে এলো। লিখে পাঠালাম।
বিচার তোমার।
সাত দিন পর যদি না লিখতে পারি।
যাই হোক। থাকল।
সব্যসাচী সরকার কবি, গল্পকার। কলকাতার আজকাল পত্রিকার সাংবাদিক। তিনি ভারতের পশ্চিমবঙ্গে বসবাস করেন।