পিঠ বাঁকা লোকেদের কাহিনি

ক্ষমা চাইতে চাইতে আমাদের পিঠ বেঁকে গেছে
সমঝোতা করতে করতে আমাদের করতল গেছে জুড়ে
আমাদের শিড়দাঁড়া সাপের মতন
কখনো সুযোগমতো নিচু কখনো ফোঁস
কখনো কান ধরে ওঠবোস
আমরাই বিক্রি করি আমাদের হাসি
জলের দরের ন্যায়
জলের বোতলও আজকাল কেনে মানুষ
হাসি কেনার মানুষ উধাও
হাতজোড় করতে করতে বুঝিনি
কখন যে করতল জুড়ে গেছে
আর পিঠের ওপর দাগ
পিঠ চাপড়ানো মানুষের চেটোর চামড়ায়
এদের করতল অন্য লোকের
পিঠে মানচিত্র আঁকে
আমি কি বলেছি ভুল
এইসব ক্ষমা বাঁকা শিরদাঁড়া
আমার কর্ম নয়
যদি ক্ষমা চাই তবে পৃথিবীর কাছে
তাকে ক্ষতবিক্ষত করবার জন্য।
 



গৌতম দত্ত কবি, নাট্যকার এবং সম্পাদক। বাংলা ও ইংরেজি দুইভাষায় কবিতা লেখেন। কাব্যগ্রন্থ : যোদ্ধা ঘুমিয়ে আছে, বরফে হলুদ ফুল, দুই কবি মুখামুখি, গৃহ যুদ্ধের দলিল। নাটক : প্রথম আলো। সম্পাদিত কাগজ : উড়ালপুল। তিনি পশ্চিমবঙ্গে থাকেন।
 

menu
menu