কাফকাকে লেখা চিঠি

সারারাত জোছনা কুড়িয়ে 
ভোরবেলায় বিছানায় গেছি
দেখি রাতের ঘুম আমার 
কাফকার গল্পের সেই প্রকাণ্ড পোকার মতো
                                              কিলবিল করছে
জোছনাসমেত আমাকে কামড়ে দিতে।

আমি ঘুমুতে যাবার আগে তাই
কাফকাকে চিঠিতে লিখেছি
প্রিয়তমেষু আপনার তেলাপোকা কবিতাটি 
আমাকে দিন 
আপনি বরং এই লেখাটি আপনার নামে
                                             ছাপিয়ে দিন
পোস্টারে পোস্টারে ঢেকে যাক আপনার শহর।

আমার কোনো নাম রাখতে চাই না...

 


দেবব্রত দাস কবি। উল্লেখযোগ্য গ্রন্থ : আফিম ও ভালুকের নাচ, দশট্রাক মৌনতার ছবি, দৃশ্যের বারকোড, দণ্ডিত বৃক্ষের কলরোল। সম্পাদিত ছোটকাগজ সড়ক। তিনি নেত্রকোনায় থাকেন।

menu
menu