চিহ্ন

 

Was it a vision, or a waking dream?
                Fled is that music—Do I wake or sleep? —John Keats

চিহ্ন কিছু পাঞ্জাবির গায়ে  লিপস্টিকের 
জামার বোতাম ঘিরে অশিষ্ট কালো চুল
মাতাল সুবাস পাক খেয়ে ওঠা দুর্বৃত্ত হাওয়ায় 
কিছু কিছু স্মৃতি স্বপ্ন বলে ভ্রম হয়, কেন? 

আনন্দ প্রলম্বিত স্মৃতি রোমন্থন বারে বার 
সেই দৃশ্যের পুনরাবৃত্তি  ফিরে ফিরে গাঙচিল 
প্রতিধ্বনি প্রতিহত পাহাড়ে পাহাড়ে সোনালি স্বপ্ন 
সাবওয়ের গম গম, পলাতকা মুখের এক ঝলক;
রাত্রি তখন ঢুলু ঢুলু , রাত্রি তখন একা একা 
এক ফালি চাঁদ চায়ের কাপে, হোটেল লবিতে। 

কাল? নাকি অন্য কোনো রাতে? সেদিন না অন্যকোনো?  
ফায়ার প্লেসের গনগনে আগুন কম্পমান শিখা 
মুখের এক পাশ, ঈষৎ বাঁকানো ঘাড় তির্যক দৃষ্টি 
জানালার ওপারে মেঘের প্রতিবাদী গম্ভীর  মিছিল 
জ্বরতপ্ত  উন্মাদ মুহূর্ত সে কি সত্য? সে কি বিভ্রম?

চিহ্ন কিছু রাখো গ্রীবার কাছে বুকের মাঝে, বেপরোয়া ঘ্রাণে  
চিহ্ন কিছু দিয়ে যাও, যাতে মনে না হয় সবটাই স্বপ্ন ছিল।

 


ফারুক আজম কবি, লেখক, নাট্যকার ও পরিচালক। মঞ্চ নাটক, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও টিভি শোতে অভিনয় করেছেন। পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে স্ত্রী ও ৪ সন্তান নিয়ে থাকেন।

menu
menu