মা ও রবীন্দ্রনাথ 

রোজ সকালে 
মায়ের ছবিটার পাশে 
দাঁড়িয়ে থাকেন রবীন্দ্রনাথ 
তাঁর আলোকদীপ্ত অবয়ব নিয়ে 

ছবির কাচে 
প্রস্ফুটিত অরূপ কবিতা 
অক্ষরে অক্ষরে ফুটে ওঠে 
বিমূর্ত জীবনের চর্যাচর্যবিনিশ্চয় 

আমি শুনি 
মায়ের কণ্ঠে আবৃত্তিমালা 
এক অনির্বচনীয় আকুলতায় 
যাপনে এক বিমুগ্ধ শান্তিনিকেতন 

মুগ্ধ আবেশে 
দেখি মা ও রবীন্দ্রনাথকে 
আলোকের অচিন ঝরনাধারায় 
আর ভিজে যাই চাতকযাপনকাল। 


 


উৎপলেন্দু পাল কবি এবং কথাসাহিত্যিক। কাব্যগ্রন্থ : মনের উড়ন। পেশায় শিক্ষক। তিনি ভারতের পশ্চিমবঙ্গে থাকেন।

menu
menu