জলকলসি
আমিও মুদ্রিত হই জলের বুদবুদ
কলসির মুখে!
ঢেউয়ে ঢেউয়ে ঠেলে দাও
তবুও আছড়ে পড়ি পায়ে জলের সুখোদ।
জল জানে কলসির প্রেম!
উঠে আসে
কার কাঁখে উঠে যায় সমুদ্রও
কার গহিনে ভিজে!
খিড়কি দুয়ার খুলে গেলে জলের পৃষ্ঠা
মেলে ধরে কেউ
যেন ঢেউ লাগে!
নতুন কেউ পরান ঝাঁপিয়ে আসে!
মোস্তফা মঈন কবি। প্রকাশিত বই: কালের সেঁওতি মাপে জল, শ্বাস পতনের শব্দ, রক্ত মাংসের শ্লোক, হাড়ের পিয়ানো, গন্ধকুমারী ও পাপচিহ্ন, বাম হাতে সমুদ্র ঠেলছি। সম্পাদিত ছোটকাগজ ডুমুর।