উড়ছে টাকা পুড়ছে দেশ
দেশের গাছে গাছে এখন টাকা ফলে
ঝাঁকি দিলে শুকনো পাতা নয়
শুধু টাকা ঝরে পড়ে
পাটির নিচে টাকা
মাটির নিচে টাকা
ধামা ভর্তি টাকা
বালিশে টাকা বিছানায় টাকা
পকেটে টাকা
শাড়ির ভাঁজে ভাঁজে টাকা
জ্বলন্ত উনুনের ফুটন্ত হাঁড়িতে টগবগ করছে টাকা।
এখানে এখন টাকাবাজারে টাকার মেলা বসে
সেই টাকা কিনতে রং-বেরঙের মানুষ আসে।
টাকার আগুনে পুড়ে যাচ্ছে দেশ
ব্যাংক পুড়ছে, ক্লিনিক পুড়ছে, পুড়ছে শপিং মল, বঙ্গবাজার-বস্তি পুড়ছে, পুড়ছে ফায়ার ব্রিগেডের গাড়ি।
হাওয়ায় উড়ছে টাকা, হাওয়াই জাহাজে চড়ে ঘুরছে দেশ-বিদেশ।
টাকার আগুনে পুড়ে ছারখার
ঘুষ দুর্নীতি রাজনীতি
হাড় কঙ্কাল মনুষ্যত্ব
আর কীইবা থাকল বাকি
টাকার আগুনে পুড়ে নিঃশেষ
শুধু ফাঁকা হয়ে যাচ্ছে দেশ।
মদন জি পাল চিকিৎসক এবং আবৃত্তিকার। বর্তমানে অবসরকালীন জীবন যাপন করছেন। ঢাকায় থাকেন।