ভেতরের বাঘ

   

ভেতরের বাঘের দেখায় জ্বলে ওঠে নির্মোহ ফুলের আসন
শনাক্ত বোতামে ঘোর লাগায় আগুনের জলপট্টি
পুরোদমে সূর্য হয়ে পড়ে শান্তিপ্রিয় কুয়াশাজীবন
রজঃস্বলা পৃথিবীর চোখে অপূর্ব এক আলোর আভাস
আত্মার আমন্ত্রণে সৃষ্টি হয় মৌলিক কবিতা
গণিকার সিঁথিতেও ঐতিহ্যের সীমাহীন উত্থান
যদিও ইউক্রেন যুদ্ধের খবরে স্তম্ভিত বাজারের ব্যাগ
মান বাঁচাতে তবুও নদীগুলো খুঁজে নেয় সমুদ্রের অভিধান।
জোনাকির উদ্বেগ মিথ্যা করে বিজয়ীর বেশে লড়াকু রাত
জলপরির ইশারায় খুঁজে নেয় দেহকলার পূর্ণ স্বাদ
বৈরী বাতাসেও জমে ওঠে রাতজাগা তারাদের আসর
ভালো লাগে দ্রোহের অক্ষরে রচিত এই স্বর্গের অনুসরণ।


সুজন আরিফ কবি। প্রকাশিত কাব্যগ্রন্থ : খুন ও ক্ষরণের কাল। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

menu
menu