এই সামান্য সান্নিধ্য
সন্ধ্যায় সান্নিধ্য চেয়ে তোমার সকাশে চেয়েছিলাম সানন্দ সময়
ব্যস্ত-ব্যাকুল সময় তোমাকে জড়িয়ে নিলো আপন করে
অপেক্ষার অন্তর্জালে ফাঁদে পড়া হরিণের মতো
চিত্তে অসহ্য সংশয়ে প্রতীক্ষায় পড়ে রইলাম পয়েন্টে পয়েন্টে
সাদায় সাদায় মিলে গেছে বলে তোমার সে কী উচ্ছ্বাস
চশমায় ঢাকা চোখে কী দারুণ ঢেউ খেলে গেল আহা
মিষ্টি মুখের আবহে যেন রেণু রেণু সূর্যালোক ফুটে উঠেছে
জামরং জমানো ঠোঁট থেকে ঝরে পড়েছিল বসন্ত-রোদ
নিমেষ কিংবা মুহূর্ত এই দেখা এই সুখ পুনঃপুনঃ ফিরে আসুক
তাই তো ফের ডেকেছি সেই সন্ধ্যায় সেই রাত্রের বিবরে
তুমি দূরের কোথাও লোকাল বাসে চড়ে চলে যাবে
আহা কী নির্মম এই বিদায় নিদারুণ বাড়ি ফেরা
এই সামান্য সান্নিধ্য খুব জরুরি ছিল বলে
তোমার জন্য প্রতীক্ষা তোমার জন্যই কেটেছে দাঁড়ানো তিনশো তিরিশ মিনিট তেত্রিশ সেকেন্ড।
মামুন সুলতান কবি এবং প্রাবন্ধিক। গ্রন্থের সংখ্যা চারের অধিক। সম্পাদিত ছোটকাগজ প্রাকৃত। তিনি কর্মসূত্রে সিলেটে বসবাস করেন।