ছিন্নমুষ্ক কাব্য

 

স্নানঘরে কম্পোজ হচ্ছে কবিতা
শরীরের কিবোর্ডে আঙুল ওঠানামা করছে
তৈরি হচ্ছে একেকটি বর্ণ শব্দ বাক্য
এ-ফোর লেটারে গল্প।

প্রুফ কাটা শুরু করতেই অভিযোগ ওঠে

ঠিকঠাক কম্পোজ হয়নি
যতসব উলটাপালটা
কোনো আঙুলই সঠিক চাপতে পারেনি
বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠা
সবগুলো অকর্মার ঢেঁকি।

কে চালায় হাত
হাতের বৃদ্ধাঙ্গুলি?

স্নানঘরে কাব্যস্নান হয় না কখনো
সবকিছু ভোজংভাজং
চড়ুইপাখির মতো লাফালাফি
শালা ছিন্নমুষ্ক, দূর হ দূরত্বের বাইরে...
 


হুমায়ূন কবীর ঢালী কবি এবং শিশুসাহিত্যিক।  তার লেখা শিশুসাহিত্য বিদেশের অনেক দেশের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। গ্রিসের স্কুল পাঠ্যসূচিতে তার লেখা A Cowboy And A Magic Mango Tree শিশুতোষ লেখাটি অন্তর্ভুক্ত হয়েছে। তিনি আমাদের পাঠাগারের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ঢাকায় বসবাস করেন।

menu
menu