কাগজফুল
নিঃশব্দ শব্দ উচ্চারণ
বৃষ্টির শেষ ফোঁটার মতো ঝরে পড়ে
যাপনের প্রতি পৃষ্ঠায়
কলম ছোটে কাগজের গায়ে দাগ কেটে
আঁকাবাঁকা শরীরে গড়ে ওঠে
গোলাপি কাগজফুল
তারপর কোনো এক কালবৈশাখী ঝড়ে
উড়ে যায় সেই ফুল
কালো মেঘের আড়ালে
নিঃশব্দ শব্দ উচ্চারণে।
সুব্রত দেবনাথ কবি। তিনি ভারতের পশ্চিমবঙ্গে থাকেন।