পারদের পৃথিবী

বাজপাখির ডিমে পারদ ভরে মুখে রাখলে মানুষ উড়পারদের পৃথিবীতে পারে
 
মানুষ পাখির প্রতিদ্বন্দ্বী 
তার চোখের মধ্যে দুটো বিমান
কানের ভেতর ক্ষেপণাস্ত্র 
মুখের গর্ভে বারুদের বস্তা

মানুষের পছন্দ  মাছের কঙ্কাল
নীলকণ্ঠ পাখির পালক
মৃত বাঘের চোখ
আর অনাথ ক্ষুদিরামের ফাঁসি

ধনীদের যুদ্ধ খুব অপছন্দ 
ভোগের মাত্রা কমে যায়
গরিব যুদ্ধ ভালোবাসে
যুদ্ধ ভুলিয়ে দেয় ক্ষুধা 

ভবিষ্যতে বারগুলোতে মদের সাথে পানি বিক্রি হবে পেগে
পাহাড় গলিয়ে ডিমের মামলেট হবে
গাছের রোস্ট হবে উপাদেয়

জেনে রাখা ভালো মাটির তলায় যারা বাস করে তাদের প্রিয় খাবার মানুষের মাংস

মানুষ পছন্দ করে পুরাতন
অপেক্ষা করে নতুনের
সুন্দরীরা বসে আছে যিশু পুনরুত্থিত
হলে তাকে বিয়ে করবে

পৃথিবীর সেটাই সবচে সুন্দর শহর 
যে শহর কেউ কখনো যায়নি
সবচে সুন্দর নারীকে কেউ কখনো
দেখেনি
সবচে সুন্দর কবিতা যা পড়া হয়নি

মানুষ উড়তে শিখলে পারদের পৃথিবীতে ফিরবে না
       


রেজাউদ্দিন স্টালিন কবি, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব। তিনি আশির দশকের অগ্রগণ্য কবি হিসেবে বিবেচিত। তার রচিত কাব্যগ্রন্থের সংখ্যা ৪৫টি। কবিতায় অবদানের জন্য তিনি ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

menu
menu