টপ সিক্রেট

যারা কাছে এলো,
তারা আসল কবি।
ও বান্ধব।

যারা দূরে থাকল,
তারা অকবি, ও অবান্ধব।

আটত্রিশ বৎসরে,
ইহা প্রমাণিত সত্য।

কারণ, 
আর সামনে না দাঁড়ালে,
পূর্ববাংলায় কবি হওয়া যায় না।

প্যান্টির প্যাঁচ

মাত্র নিউট্রনো কে ধরার প্রক্রিয়া শুরু, 
অমর প্রাণীর মিলেছে সন্ধান।

তুমি শুধু দুই ঊরু ফাঁক করে দাও,
আলোক মালার রাজ্যে প্রবেশ করবো,
এবং ওই ব্রহ্মাণ্ডের মনু কে,
আমরা ধরে ফেলব।

আমরা নিউট্রনো,
বিগ ব্যাঙ শুরু হবার আগেই, 
আমরা অতিঅতিক্ষুদ্রাণু থেকে পালিয়েছি।

আমাদের ধরো,
এবং খুলে ফ্যালো রহস্যময় প্যান্টির প্যাঁচ।
ওইখানেই মানব হৃদয়, 
ও চৈতন্যের খোলা গোলাপি পাখি।

আমার কবর

ব্রহ্মপুত্র পাড়ে,
রূপাখালির ঈদগাহের গোরস্থানে; 
অনন্তকাল কান্না শুনবো শ্মশান আগুন ও বর্মপুত্রের।

ওইখানে নদের পাড়ে কবর হবে আমার।


আশিক আকবর কবি এবং ছোটকাগজ কর্মী। তিনি ময়মনসিংহে থাকেন।

menu
menu