...

সেল্ফ পোর্টেট অফ এ হর্স

বৃষ্টির মতো—কেঁদে ফেলে সে
যেন ছিঁড়ে গেছে মেঘের বোতাম

সজোরে ছুটে চলে হাওয়া
বৃষ্টিজলে আহত হৃদয়
ভেজা চড়ুইয়ের মতো বসে থাকে

আয়নার সাথে এত কথা যার
ভুলেও দুঃখ দিয়ো না তাকে!


এই কথাটুকুই কেবল রয়ে যাবে
বাংলা ভাষায় পাখিদের এই গান— 

গেঁথে ফেলার সেই যে ভঙ্গি
সমানে ভাবনাকে এঁকে ফেলা
যেন সমাপ্তি শেষেও— 
আরও কিছু দেখা যাবে
আরো কিছু সাদা কুয়াশার গান...

পৌষের নিঃসঙ্গ রোদে—অবিকল তোমাকে পাই—নিজের ছায়াদেহে

আজও কিছু কথাহীন ক্ষণ
আমাদের রয়ে গেছে—রয়ে যায়ই 


মৃদু হাওয়ার ভাষায়— তোমাকে বলি
এই জানলা ভরা শীত, রোদের গোপন ঢঙ
পর্যাপ্ত অতীত নিয়ে সাধ্যমতো ভাঙচুর

কথা ব'লো না, ব্যথা আঁকো

মনে পড়ে, এক প্রাচীন রেললাইন
ব্যস্ততম আকাশপথেও পাখিদের নিঃসঙ্গতা
এত বেশি যান্ত্রিকতা, হায়—
তোমাদের ভেতরে আর যাওয়া হয় না

রুগ্ন চারাগাছটির কথা কেউ বলে না, জানো তো!


সাহরান মোর্শেদ কবি। এখন পর্যন্ত কোনো বই প্রকাশিত হয়নি। তিনি রবিশালে থাকেন।

menu
menu