এখনো ছন্দের কাছে মাথা নত করি 

এখনো ছন্দের কাছে মাথা নত করি 

এখনো ছন্দের কাছে মাথা নত করি। 
এখনো আকাশ, চাঁদ, মেঘকাটা ঘুড়ি 
লাল চাঁদিয়াল। 
এখনো বলয়, বৃত্ত, বারোমাস্যা, বৃতি 
পুরোনো বাংলা ভাষা, বিভূতিভূষণ। 
নীলু বিলু তিলু, ইছামতী। 

দূর থেকে ভেসে আসা কল্পলোক মাঝিদের গান। 

পাশের বাড়ির ছেলে টুলু 
কোলে নিয়ে একদিন চুম্বন করেছি স্নেহভরে 
টলটলে শিশু। 
এখন সে রক্তচক্ষু পার্টির মাস্তান 
প্রোমোটার মাফিয়া তাকে দিবারাত্র এসেমেস করে।
ওদিকের ফ্ল্যাটে জোড়া খুন। 

দুঃস্বপ্নে বন্ধু, প্রেম, মায়ের মৃত্যুশোক দেখি। 

তথাপি আকাশ দেখি মাঝে মাঝে অবাক বিস্ময়ে 
ধূসর ক্লান্ত বুক। নীল নয়, জোনাকিও নয়। 
হয়তো পাণ্ডুলিপি। 
বুকের জঠরে আছে ইচ্ছেমতি স্বপ্নের বাস। 
ব্যর্থ রাতের শেষে আবার নতুন করে ফিরে পাওয়া প্রেমের আশ্বাস। 
ফিরে পাবো ভাষা, হয়তো নিছক ভালোবাসা। 

বেঁচে আছি এই স্বপ্ন, সুখে। 
একদিন মরে যাবো অমরত্ব-আশা নিয়ে বুকে।


পার্থ বন্দ্যোপাধ্যায় কবি, গল্পকার এবং মানবাধিকার কর্মী। সমাজ, রাজনীতি, বিজ্ঞানচেতনা বিষয়ক লেখা ছাড়াও তাঁর লেখার বিষয়বস্তু স্মৃতি ও প্রেম। প্রথম কবিতার বই : মেঘভাঙা রোদ্দুরে মাতাল কবির দল। স্মৃতিগ্রন্থ : ঘটিকাহিনি, যে কলকাতাকে ভালোবেসেছি।অনূদিত বাংলা ছোটগল্পের সংকলন : Music Box and Moonshine. তিনি আমেরিকায় থাকেন। 

menu
menu