বাংলা কবিতার একটি দৃশ্য

বাংলা কবিতার একটি দৃশ্য

রাহমান ভাই, আল মাহমুদ, সুনীল দা দৌঁড়াচ্ছেন। ভোঁ দৌঁড়
প্রথমে ভেবেছিলাম,
কবিদের ৫০০ মিটার দৌঁড় প্রতিযোগিতা!
পরে বুঝতে পারি, তাঁরা তাড়া খেয়ে প্রাণপন পালাচ্ছেন।

রাহমানের পরনে খালি আন্ডারওয়ার,
রাগে তোতলাতে তোতলাতে তিনি
ঢাকাইয়্যা ভাষায় গালি দিতে দিতে লাফ দিলেন বুড়িগঙ্গায়।
আর আল মাহমুদের এক হাতে চটি, 
অন্য হাতে সোনালী কাবিন নিয়ে ঝাঁপিয়ে পড়লেন তিতাসে।
তাঁর উথাল-পাতাল সাঁতার দেখে জলপরীরা হাসতে থাকে।
সুনীল বাবু ধুতি খুলে দৌঁড়াচ্ছেন, 
হাঁপাচ্ছেন।
এবং শীতে কাবু তিনিও হাবুডুবু জল গিললেন গঙ্গাস্নানে!

ঢাকা আর কোলকাতার দুই উঠতি তরুণ কবি 
তাঁদেরকে হয়রানি করছিল। 
কিন্তু ঘাওড়া কবি অর্ধ মাতাল শক্তি চট্টোপধ্যায় ঘুরে দাঁডিয়ে 
দুই তরুণকে থাপ্পড়ালেন, তাওবা পড়ালেন।
তারপর ৩৩ বার 
কানে ধরে উঠবস করালেন।


সাইফুল্লাহ মাহমুদ দুলাল কবি। তবে কবিতা ছাড়াও তিনি সাহিত্যের সব শাখায় বিচরণ করছেন। সাহিত্য, সাংবাদিকতা ও গবেষণায় অবদানের জন্য তিনি দেশ-বিদেশে পুরস্কৃত হয়েছেন। বর্তমানে কানাডায় সপরিবারে বসবাস করেন। 

menu
menu