জেগে আছি দূর দেশে
জেগে আছি দূর দেশে
মেঘে ঢাকা আসমানি নীল যত দূরে যাও তাও স্বপ্নীল, একা একা বুনে যাওয়া এলোমেলো মিল।
এ যেন অলস মায়ায় মেঘের খেলা, স্মৃতির ধোঁয়ায় উড়াল হাওয়ায় মনের ভেলা। ভেজা হাওয়ার ছাঁট, শ্যাওলা ভরা ঘাট, বৃষ্টির শব্দে জাগে আনমনা ভোর। বৃষ্টি বিধুর শ্রাবণের কলতান, মেঘমল্লার গান। দূরদেশে জেগে আছি বারিষ-বিহনে, মনের ভূবনে শ্রাবণ শিথান। এ শহরে বর্ষা নেই, আছে ভেজা ল্যাম্পপোস্ট, আকাশ ছুঁয়া অট্টালিকায় বৃষ্টি নামে জোর, কল্পনায় ডেকে যায় কিশোরী আষাঢ়, রাত ভর শব্দ ঝরে টিনের চালায়—যত দূর স্মৃতি যায়— আহা কী মায়াময় দূরদেশি ঘোর।
তাজিয়া ইরফান কবি ও কথা সাহিত্যিক। পেশায় বিশেষজ্ঞ চিকিৎসক। বসবাস করেন যুক্তরাজ্যের লন্ডন শহরে।