কক্ষচ্যুতি
কক্ষচ্যুতি
কক্ষচ্যুত হলেই বরং প্রান্তবর্তী হওয়া যায়
মহাজাগতিক নির্জনতায় বিষণ্ন হওয়া যায়
তীর্যক তাকানো যায় জীবন ছায়ায়
অনন্ত সময়ের ব্যবধান
হৃদয়ে দিয়েছে যত জীবনের ঘ্রাণ
সেইসব কথা অকপটে বলে দেয়া যায়
বলে দেয়া যায় মন্দ্রিত কথনে, বলে দেয়া যায়…
তাজুল নূর কবি। তিনি ময়মনসিংহে থাকেন।