সমুদ্রসাঁকো ও তারাফুল
সমুদ্রসাঁকো ও তারাফুল
আমি যতগুলো সমুদ্রসাঁকো কল্পনা করেছি সবগুলোই মুছে গেছে। খোঁপায় গুঁজে দেওয়া তারাফুলগুলোও পথেই হারিয়ে গেছে।
জনবিরল রাত্রের জ্যোৎস্নায় গাছকাটার শব্দে ঘুম ভাঙতেই মনে হয়েছে নীরবে গন্ধ ছড়ানো ফুলগুলোর প্রতি চিরকাল কেউ অবহেলা করে গেছে।
গুলমা আর গুলমার্গের মধ্যে খুব বেশি তফাত নেই।
নক্ষত্রের সম্পর্ক ছিন্ন করতে করতে আমাদের দিন ফুরিয়ে গেল।
চোখ খুলে যা দেখেছি সব ভুল
চোখ বন্ধ করে যে হাত বাড়িয়েছিলাম তাতে
ধরা আছে আয়ু, জলে ডোবা মাছের পৃথিবী।
এতকাল শুধু অস্থিরতার ভেতরেই বারবার হারিয়ে গেছি। আমি এখন সেই আহত বাঘটিকে খুঁজি প্রকাণ্ড থাবায় লেখা ছিল যার-অনন্ত শক্তির দম্ভ।
দীপঙ্কর দেবনাথ কবি ও প্রাবন্ধিক। বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সিনিয়র রিসার্চ ফেলোশিপে গবেষণারত (পিএইচডি)। তিনি ভারতে বসবাস করেন। প্রকাশিত কবিতার বই : বনদেবতার দিনকাল (২০২১)। প্রকাশিত প্রবন্ধের বই : মণীন্দ্র গুপ্ত : পুরা ও পরা (২০২১)।