এ দেশ আমাদের সবার

এ দেশ আমাদের সবার

আমি অলকা, অলকানন্দা।
হিমালয়ের, হিমবাহে, আমার জন্ম নয়
আমার জন্ম এই স্বাধীন বাংলায়, ঢাকায়।

আমার পিতামহ
স্বদেশী আন্দোলন করে, ব্রিটিশ তাড়িয়েছে।
মুক্তিযুদ্ধে অংশ নিয়ে
দেশ স্বাধীন করছে আমার বাবা।

কিন্তু আমি,
আমাকে কোনো সম্মুখ যুদ্ধে অংশ নিতে হয়নি।
আমাকে যুদ্ধ করতে হচ্ছে প্রতিনিয়ত
আমার অস্তিত্ব আর ঐতিহ্য রক্ষায়।

আমাকে তাড়াতে,
তথাকথিত রাজনৈতিক নেতা আর মৌলবাদীরা
উঠেপড়ে লেগেছে।
এনেমি প্রোপারটি আইনের যাতাকলে ফেলে,
ওরা কেড়ে নিতে চায় 
আমার পুর্বপুরুষদের ভিটেমাটি সব।

এই মাটিতেই 
ফসল ফলিয়েছে আমার দাদা, পরদাদারা।
এ মাটির আলোজলে আমার বেড়ে ওঠা।
এই মাটি ছেড়ে, কী করে পালিয়ে যাই?
সংখ্যালঘুর তকমা নিয়ে।

না, আমি ভীত নই।
সংখ্যাগুরু, সংখ্যালঘুর বিভেদ নয়,
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান 
আমারা সবাই ভাই ভাই।
এ দেশ আমাদের সবার।


ছন্দা বিনতে সুলতান কবি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা প্রশাসনে। প্রকাশিত কাব্য তিনটি। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। সেখানকার পত্রিকায় নিয়মিত লিখছেন—গল্প, কবিতা, কলাম। পাঠক নন্দিত পত্রিকা সাপ্তাহিক ঠিকানার জেষ্ঠ্য সাংবাদিক হিসাবে কর্মরত আছেন। বাচিক শিল্পী ছন্দা নিউইয়র্কের সাংস্কৃতিক অঙ্গনে সুপরিচিত।

menu
menu