শঙ্খে কান পাতো

শঙ্খে কান পাতো

কাল মহাকাল মৈথুন শেষে উর্বশী
অতৃপ্ত জলধি শঙ্খে সারে সহবাস।
কৌমার্য হারানো বেচারা শঙ্খ 
বশীভূত রমণীর মতো সৈকতে বেদাস, 
উদোম খোলসে ঝিমোয়, একাকী ঝিমোয়।

কান পেতে শোন
শঙ্খে বাজে দূর ভাসা উন্মত্ত স্বর, 
শোঁ শোঁ গোঙানির চাপা দীর্ঘশ্বাস। 
গাঢ় অন্ধকার সন্তপর্ণে খোলে ভাঁজ, 
পরিযায়ী পাখির বিরহ সংগীতে
মহাকালের মলাটবদ্ধ পাণ্ডুলিপি পৃষ্ঠা ওল্টায়। 

টেউ আসে বার বার মিলেও যায়, 
মানুষ তবুও সমুদ্রে যায়
শঙ্খে কান পাতে সমুৎকর্ণে, 
ডুবে যায় ক্রমশ জলের গভীরে । 
অতলান্তে একান্তে নিভৃতে—
ধ্বনি তোলে সতৃষ্ণ দোলাচল, 
পাপ-পুণ্যের সমুজ্জ্বল জলপ্রপাত।


তৌফিকুল ইসলাম চৌধুরী কবি, প্রাবন্ধিক। পুরস্কার : সৃজনী সাহিত্য পদক (২০০২), মাসিক চাটগাঁ ডাইজেস্ট পদক (২০০৭), মহাকবি নবীন সেন স্মৃতি পদক (২০১১), কলকাতার অণুবীক্ষণ অনুকাব্য  পত্রিকা সম্মাননা লাভ করেন (২০১৬)। তিনি চট্টগ্রামে বসবাস করেন। 

menu
menu