কবিতা-আবৃত্তি
কবিতা-আবৃত্তি
মেঘমল্লার কবিতা লেখে। আর তা আবৃত্তি করে বৃষ্টিধারা। প্রতিদিন কাগজে মুড়ে মেঘ নিয়ে আসে বৃষ্টির জন্য স্বপ্নময় শব্দাবলি। বৃষ্টি সেসব শব্দ এক এক করে অধরে তুলে ছড়িয়ে দেয় শহরের আকাশে-বাতাসে। তাদের যৌথ প্রযোজনা দেখতে ভিড় করে গাছের পাতারা, ফুল-প্রজাপতিরা। পাতার ফাঁকের অলিরাও বাদ যায় না। এভাবেই কাটতে থাকে মেঘ ও বৃষ্টির ছন্দময় দিন।
প্রতিদিনই নতুন করে দিন আসে দুজনের। একদিন হঠাৎ পরশ্রীকাতর বজ্রের আঘাতে হাত ভেঙে গেল মেঘের। বৃষ্টিরও ভেঙে গেল কণ্ঠস্বর। কবিতা-আবৃত্তি রুদ্ধ করতেই এই আঘাত—বুঝতে বেগ পেতে হয় না। তবে কোনো এক অলৌকিক প্রয়াসে বৃষ্টির কণ্ঠ পায় মেঘ, আর মেঘের কলম পায় বৃষ্টি। মেঘ করে যায় আবৃত্তি—বৃষ্টি লিখে যায় অবিরত কবিতা। ঈর্ষাতুর বজ্রপাণি গর্জন করে আড়ালে ক্রমাগত; পরাজয়ের অপমান তাকে আরো হিংস্র করে তোলে।
অঞ্জন আচার্য কবি, কথাসাহিত্যিক। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। পেশায় সাংবাদিক। প্রকাশিত বই ১৪টি। এরমধ্যে কাব্যগ্রন্থ : জলের উপর জলছাপ (শুদ্ধস্বর), আবছায়া আলো-অন্ধকারময় নীল (বিজয় প্রকাশ), তুমুল কোলাহলে কুড়াই নৈঃশব্দ্য (অনুপ্রাণন প্রকাশন), স্বপ্নের চোখে ঘুম (বেহুলাবাংলা), নামহীন মৃত্যুর শিরোনাম (অনুপ্রাণন প্রকাশন)। তিনি বর্তমানে ঢাকায় থাকেন।