শিল্পিত অন্ধকার

শিল্পিত অন্ধকার

লোভ আর অভিশাপের কাল-মিলনে
জন্মেছিল যে বিকলাঙ্গ শিশু
জোছনার ধবল দুধে ডোবে ডোবে
ক্রমশই সে ছড়িয়ে যাচ্ছে লাল।
এইযে সমুদ্র
শ্যামরঙা রমণীর আলোয় ভরা চুল
আজ এখানে কেবল নির্লিপ্ত চিৎকার
কেবলই মরা চোখ ঝিনুকের খোল।
শিল্পিত অন্ধকারে খসে পড়ে আঙুল
আমাদের মৃত বুকে বেড়ে ওঠে অসুস্থ বৃক্ষ।


দালান জাহান কবি ও গীতিকার। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স করেছেন। এখন পর্যন্ত তার চারটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি মৌলভীবাজারে থাকেন।

menu
menu