নেলপলিশ
আকণ্ঠ মদ খেয়ে স্লিপিং প্যারালাইসিস,
প্রবৃদ্ধ কোণ, পিঁপড়ের পায়ে হেঁটে যাচ্ছে রং তামাশা
নয়নতারা ফুটেছিল, চাই রাঙা জবা, গাঁদার মালা;
রেণুদাগ লেগে থাকে ডানায়, বিধবার দোল
বন্ধ্যা ভূমির স্বপ্ন নন্দনকানন
বর্ষায় শ্যাওলা জমে,
একাধিক পুরুষকে কি ভালোবাসা যায়?
শুধুই কার্বোহাইড্রেট,
প্রোটিন, ফ্যাটের গুরুত্ব কি নেই শরীরে
ব্রহ্মচর্য পালনের পর বৈদিক যুবক গার্হস্থ্যে পৌঁছে
সংসারধর্মে ব্রতী হয়।
রোনক বন্দ্যোপাধ্যায় কবি, ভারত