আলিফ লায়লার রাত

আলিফ লায়লার রাত

সন্ধ্যা নামে চারদিকে
প্রশান্তির আস্ফালনে
চাঁদ ছড়ায় রুপালি ঝর্নার মতো আলো তার; 
শান্তি নামে মায়া হয়ে মন জুড়ে সবখানে
জাগে পুরোনো দহলিজের রাত—
আলিফ লায়লার।

আসমানের শিথানে চাঁদ আঁকে তলোয়ার
আম জাম আর কাঁঠালের মিনারে মিনারে,
বাতাসের নরম ঢেউয়ে
বয়ে চলে গান-বাঁশপাতার
নদীর কিনারে, ঘন বনের ধারে, অমাবস্যার দিঘির পাড়ে।

দহলিজে কিসসার আসর বসা রাতের মতো এমন রাত
বহুদিন আসেনি,
শান্তির অবসরের মতো হেমন্ত সন্ধ্যায়
মনোগত বাসনা বিলাসে ছিল তাই ব্যাঘাত
মন জুড়ে মায়া হয়ে শান্তি নামা
—এমন রাতের বন্দনায়। 

এই রাত যেন পূর্ণতর আলিফ লায়লার রাত
রাতজাগা হাসনাহেনার ঝোপের কিনারায়।


 গুলশান ইকারুস, কবি, বাংলাদেশ

menu
menu