পিছু হটতে হটতে

পিছু হটতে হটতে

পিছু হটতে হটতে আমরা ভুলে গেছি—
আমাদের পিঠের পিছনে একটা দেয়াল আছে!
সরতে সরতে আমাদের নিজের মাটিটুকুও
কবেই গেছে সরে, দুর্বল পায়ের তলা থেকে!

ভয় পেতে পেতে আমাদের ধুকপুক বুক,
মরার আগে কেবলই মরে যাওয়ার ভয়!
শৌর্যবীর্যের গল্পগুলি ইতিহাসের পাতায় বন্দি,
আমাদের পিঠে আজো নির্মমতার চাবুক।

আমাদের মুখগুলি অদৃশ্য, নানারকম মুখোশের আড়ালে
কথা বলি অন্যের ভাষায়, পথ চলি প্রলোভনের ইশারায়
মস্তিষ্কের নিউরনে চোরাগুপ্তা শিকার ধরার সংকেত
সোনার যৌবন ক্ষয়িত হয় কর্পোরেট-কালচার বারান্দায়!

একান্নবর্তী পরিবার ভেঙে, আমরা এখন ছিমছাম বেশ!
রিলে রেসের কাঠি হাতে, ঠাটবাটের দৌড়মাঠে এনার্জি করি শেষ।
আমাদের অন্ধ অচল বিবেক, নীতিহীন নীতির সরু ফিতেয় হাঁটে
প্রতি পদে পতন ভয়, খচ খচ কাঁটার গুঁতো, তবু প্রাপ্তিযোগের পিছে ছোটে!


 ফারুক ফয়সাল, কবি, যুক্তরাষ্ট্র

menu
menu