বেদনার নৈঃশব্দ্যে

বেদনার নৈঃশব্দ্যে

এখন রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে
মনে হয় সকালে যদি ঘুম আর না ভাঙে
এই ঘুম বুঝি হীম শীতল মধুর ঘুম—আহা! 

মরণ আর জাগরণ তার মাঝে ঘুমই শান্তি
পরম শান্তি, শান্তির বিছানায় আমরা পথিক
শুভ্র বলাকার উড়ে চলা—বেদনার নৈঃশব্দ্যে 

কখন ঘুমিয়ে পড়ি বুঝি না—প্রভাত কোলাহলে 
টের পাই, বেঁচে আছি—একটি উজ্জ্বল দিনের মতো 
এখন কেবলই শুনি ঘুমের ভেতর মৃত্যুর পদধ্বনি


আনোয়ার কামাল, কবি, প্রাবন্ধিক ও সম্পাদক, বাংলাদেশ 

menu
menu