ঘুরে দাঁড়াও মানুষ
ঘুরে দাঁড়াও মানুষ
ফুল পাখিরা ভুল করে কি,
মৌমাছি বা প্রজাপতি?
ভুলের পরে ভুল করে যে
মানুষ নিজের করছে ক্ষতি।
ভুল করে না আকাশ বাতাস
চন্দ্র সূর্য গ্রহ তারা।
অমানিশার নিকষ কালো
জ্যোৎস্না রাতের উজল ধারা।
চন্দ্র গ্রহণ, সূর্য গ্রহণ
ভুল করে কি বন্ধ ছিল?
বড্ডো বুড়ো পৃথিবীটা
ভুল করে কি দাঁড়িয়েছিল?
মাটির নিচের শস্যদানা
হয়কি আজো অঙ্কুরিত?
ফল-ফলাদির সুমিষ্ট দান
ভুল করে কি হয় বিরত?
দুগ্ধবতী গাভীর দুধে,
বনঔষধির শিকড় পাতায়,
পাথর মাটি খনিজ যতো
মানব জীবন নগর বাঁচায়।
ভুল করে কি বৃষ্টি হাওয়া?
ভুল করে কি রোদের প্রখর?
শীতের সকাল, হেমন্ত দিন,
বসন্ত বা বৈশাখী ঝড়।
ভুল করে না সর্প যেমন
সঠিক সময় খোলস ছাড়ে।
ভুল করে না পোষা কুকুর,
ঠিক পড়ে রয় প্রভুর ধারে।
নীলতিমি আর হাতি ঘোড়া
ভুল করে না একটুখানি।
সুযোগ পেলেই ভুল করে না
ছোট্ট একটি কোষের প্রাণী।
মানুষ কিন্তু দুটোই জানে—
ভুল শুদ্ধের বিবেচনা।
উত্তর থেকে দক্ষিণ মেরু
এই মানুষের নয় অচেনা।
মানুষ কাঁদে পশুর তরে,
মানুষ করে বৃক্ষরোপণ।
জীবন দিয়েও মানুষ লড়ে
রুখতে পৃথিবীটার দূষণ।
এই মানুষেই ভরসা রাখি
যতই সে যে করুক না ভুল।
ধর্ম, বর্ণ, ভাষা, জাতি
সব বাহানা—ঝগড়া তুমুল।
ভুল করো না মানুষ এবার
এবার তুমি ঘুরে দাঁড়াও।
ভুলের মাশুল দিচ্ছো মানুষ
মানবতায় দু'হাত বাড়াও।
নিরঞ্জন দে, নাট্যশিল্পী ও কবি, বাংলাদেশ