পাহাড় তো পাখি নয় যে উড়বে
পাহাড় তো পাখি নয় যে উড়বে
পাহাড় তো পাখি নয় যে উড়বে
দু-দিক বনের দুডানায় উড়েছিল তবু
‘পিক দ্য ঈগল’ জুরার জঙ্গলে
কী স্বচ্ছ দুটি ম্যাকলু লেক ঈগলের চোখ
চিকচিক রোদের ঝিলিকে মাছের ব্যালে
দেখতে নেমেছিল অলক লেকের জলে।
পাহাড় তো পাখি নয় যে উড়বে
উড়েছিল তবু আলপস থেকে জুরার বনে
ডানায় সাজিয়ে নিয়েছিল সাদা সাদা বাড়ি
চুনাপাথরের, ঢালুতে সবুজ ঘাসে শতেক গরু
বাতাসে ঘ্রাণ অর্কিড অরিগান জেনতিয়ান
মৌ মৌ মেতে ওঠা বন মৌমাছির গুঞ্জনে
অ্যামোনাইটস, গ্যাসস্ট্রোপডস আর
কচ্ছপের খোলসে জীবাশ্ম স্মৃতি সমুদ্র অতীত
রেখে গেছে ডাইনোসর পদচিহ্ন কৈসিয়া বনে।
পাহাড় তো পাখি নয় যে উড়বে
তবু উড়েছিল সেদিন আমায় নিয়ে লেকে পর্বতে বনে
ডুবছি লেকে উড়ছি বনে, পর্বত শিখরে
স্যাতো শ্যালন, গুহায় মুলাইনে, ডোল মন্দোর মন্টানা
আমি সাপিয়েন ধরে আছি টেরোসরাসের ডানা।
আমীরুল আরহাম, কবি, ফ্রান্স