আমি পাখি নই

আমি পাখি নই
    
তুমি আমাকে নিয়ে উপহাস করো, আমি নাকি নারীবাদী।

উপহাস তুমি করো ঠিকই
সত্যি করে বলো তো আমায় তুমি ভয় পাও না?
আমার নির্ভীক চোখ তোমায় ভাবায় না?
আমাকে তুমি দমাতে পারবে না ভেবে চিন্তা হয় না?
আমি শাসন-শোষণ মানবো না ভেবে রাগ হয় না?    

আমি ভয় পাই না
তোমার চোখে যে রাগ সে তো মিছে
তুমি যে ভয় আমাকে দেখানোর চেষ্টা করো সে তো মিছে
তুমি জানো তোমার হাত থেকে শাসনের ক্ষমতাটা চলে গেলে
তুমি চোখ তুলে আমার দিকে তাকাতেও পারবে না।

পুরুষ সে ভয় আমাকে দেখিও না যাতে তুমিই ভয় পাও
ভালোবাসার আহ্লাদে আমাকে দমিও না
ভালোবাসার দোহাই দিয়ে তুমি পাখি আটকিয়েছ আমায় পারবে না।


 জাফরিন সুলতানা, কবি, বাংলাদেশ

menu
menu